পটুয়াখালীতে এলজিএসপি-৩ বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালা

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে এলজিএসপি-৩ বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালা
শনিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২২


পটুয়াখালীতে এলজিএসপি-৩ বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালা

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

এলজিএসপি-৩ প্রকল্পের সুষ্ট বস্তবায়ন প্রচারনা জোরদার করতে পটুয়াখালীতে জেলা পর্যায়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায়  অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, এলজিএসপি কর্মকর্তা আনসারুজ্জামান, পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি কাজী শামসুর রহমানসহ নীতি নির্ধারক ও পরিকল্পনাবিদ, গণমাধ্যম কর্মী, নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, উন্নয়ন কর্মী, নারী প্রতিনিধি ও অন্যান্য স্টেক হোল্ডারগণ অংশগ্রহণ করেন।

এলজিএসপি প্রকল্পের আওতায় সকল ইউনিয়ন পরিষদে ফরমুলার ভিত্তিতে মৌলিক থোক বরাদ্দ প্রদান, সুনির্দিষ্ট দক্ষতা সুচকের আলোকে ইউনিয়ন পরিষদসমূহে দক্ষতা ভিত্তিক বরাদ্দ প্রদান, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষন প্রদান, স্থানীয় সরকার বিভাগ এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক ব্যাবহারের জন্য স্থাপিত সম্পূর্ন ওয়েব ভিত্তিক এমআইএস পদ্ধতি প্রতষ্ঠানিকীকরন, সকল ইউনিয়ন পরিষদে অডিট ও দক্ষতা মূল্যায়ন কার্যক্রম পরিচালনা, পাইলট ভিত্তিতে ১৬টি পৌরসভাতে সম্প্রসারিত থোক বরাদ্দ প্রদান করা হচ্ছে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৩:২৮ ● ১৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ