কলাপাড়ায় খেলাপী ঋণের উকিল নোটিশে আতংক!

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় খেলাপী ঋণের উকিল নোটিশে আতংক!
বৃহস্পতিবার ● ১ সেপ্টেম্বর ২০২২


কলাপাড়ায় খেলাপী ঋণের উকিল নোটিশে আতংক!

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

ঋণ না নিলেও টাকা পরিশোধে ব্যাংকের উকিল নোটিশে আতংকিত হয়ে পড়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের অর্ধ শতাধিক পরিবার। প্রতারণার শিকার এসব পরিবারের দাবী, ২০১৬ সালে রাস্তার মাটিকাটার কাজ দেয়ার কথা বলে তাদের কাছ থেকে নেয়া হয়েছে ভোটার আইডি কার্ডসহ ছবি। এ ভোটার আইডি ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র সোনলী ব্যাংকের আওতায় স্বনির্ভর প্রকল্প থেকে প্রতি নামে ৩৫-৫০ হাজার টাকার লোন নিয়ে আত্মসাত করেছে। ভূক্তভোগীরা এজন্য দায়ী করেছেন স্বনির্ভর প্রকল্পের তৎকালীন মাঠ সমন্বয়কারী জাহানারা বেগম ও মনিরুজ্জামানসহ একই এলাকার মাটিকাটা দলের নেত্রী পিয়ারা বেগমকে। প্রতারক এ চক্রকে গ্রেপ্তারসহ হয়রানী থেকে বাঁচতে বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেছে এসব অসহায় পরিবারের সদস্যরা।
অভিযুক্ত মাঠ সমন্বয়কারী জাহানারা বেগম ও মনিরুজ্জামান, মাটিকাটা দলের নেত্রী পিয়ারা বেগমের সাথে যোগাযোগ করা যায়নি। তবে এ বিষয়ে বক্তব্যসহ কোন প্রকার তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করেছেন সোনালী ব্যাংক কলাপাড়া শাখার ব্যবস্থাপক নাজমুল আহসান।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৭:৩৬ ● ১০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ