সারাদেশে শুভ জন্মাস্টমী উৎসব পালন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » সারাদেশে শুভ জন্মাস্টমী উৎসব পালন
শুক্রবার ● ১৯ আগস্ট ২০২২


সারাদেশে শুভ জন্মাস্টমী উৎসব পালন

সাগরকন্যা ডেস্ক রিপোর্ট॥

 

আজ ১৯আগস্ট, শুক্রবার শুভ জন্মাষ্টমী। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার্থে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই উপলক্ষে প্রতিবছর শ্রীকৃষ্ণের জন্মতিথিতে পালন করা হয় জন্মাষ্টমী। এরই ধারাবাহিকতায় সারাদেশে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছে। সাগরকন্যার জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

গোপালগঞ্জ ঃ
জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গোপালগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়িতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসিত কুমার মল্লিক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি মঙ্গল চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ বাড়ৈ মনি, রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরোজ কান্তি  বিশ্বাস , সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়ির সাধারণ সম্পাদক বিভুতি রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব দুলাল চন্দ্র  বিশ্বাস , জেলা মহিলা ঐক্য পরিষদের আহবায়ক শিপ্রা  বিশ্বাস , কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ ঢালী প্রমুখ। এছাড়া এ উপলক্ষে সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়িতে পূজা অর্চণা, ভক্তদের মাঝে প্রসাদ বিতরন এবং বিকেলে পদাবলী কীর্ত্তন অনুষ্ঠিত হয়।
পিরোজপুরঃ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন , আ’লীগ সরকার দেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় কর্মকান্ড পালনের নিশ্চিয়তা প্রদান করেন।  দেশে যখনই অন্য দলের সরকার ক্ষমতায় থাকে তখই সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় কর্মকান্ডে বাধা প্রদান করা হয়। বিশেষ করে বিএনপি-জামায়াত জোট সরকার এদেশের হিন্দুদের মন্দির ভাংচুর, নারী নির্যাতন সহ বাড়ি-ঘর দখল করেছে’।  শুক্রবার (১৯ আগস্ট)নাজিরপুরে সনাতন (হিন্দু) ধর্মালম্বীদের শ্রী কৃষ্ণের জম্ম অষ্টমী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
ওই দিন সকালে উপজেলা শ্রীরামাকাঠী হরিসভার সভাপতি ডাক্তার সুভাষ চন্দ্র হালদারের  সভাপতিত্বে হরি সভা মন্দির মাঠে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম  সাধারন সম্পাদক এ্যাড. নির্ঝন কান্তি বিশ্বাস, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি চঞ্চল কান্তি বিশ্বাস, সাধারন সম্পাদক তুহিন হালদার তিমির প্রমুখ। এর আগে মন্ত্রী একই দিন সকালে উপজেলা সদরের কেন্দ্রীয় হরি মন্দিরের উদ্যোগে আয়োজিত র‌্যালীতে অংশ নেন।

গলাচিপা (পটুয়াখালী)ঃ

পটুয়াখালীর গলাচিপায় শ্রী কৃষ্ণ আবির্ভাব ও জন্মাষ্টমী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। উপজেলা কেন্দ্রীয় কালি বাড়ি মন্দির কমিটির উদ্যোগে বিভিন্ন ধর্মীয় কর্মসূচিসহ শুক্রবার (১৯ আগস্ট) বিকাল ৫ টায় শত শত ধর্ম প্রাণ নারী-পুরুষ ভক্তবৃন্দদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র‌্যালি শোভাযাত্রা বের করা হয়। কালি বাড়ি মন্দির থেকে শ্রী কৃষ্ণের প্রতিমা বিগ্রহ শোভাকারে র‌্যালিটি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে এবং শ্রী কৃষ্ণের নামে জয়ধ্বনি দিয়ে গলাচিপা শহরে র‌্যালিটি প্রদক্ষিণ করে কালিবাড়ি মন্দিরে এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি)। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান মু. সাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, তপন বিশ^াস, কালি বাড়ি মন্দির কমিটির সভাপতি দিলীপ বণিক, গলাচিপা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিত রায়, স্থানীয় সুধিসহ ভক্তবৃন্দ অংশ নেয়।

নাজিরপুর (পিরোজপুর)ঃ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন সকল ধর্মালম্বিদের নিরাপদ আশ্রয়ের নেতা। শেখ হাসিনা হচ্ছেন সনাতন ধর্মীয় জনগণের সঠিক আশ্রয়স্থল। শুক্রবার(১৯আগষ্ট) দুপুরে পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠি হরিসভা মঠে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল ইসলাম, নাজিরপুর থানার ওসি হুমায়ূন কবির, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুরঞ্জন হালদার, উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি চঞ্চল কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক তিমির হালদার তিমির, নির্জন কান্তি বিশ্বাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বসুসহ উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রী বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।

দুমকি(পটুয়াখালী)ঃ
দুমকির মুরাদিয়া ইউনিয়নের বটতলা গ্রামে রাধা শ্যামসুন্দর জিউর মন্দির থেকে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর জিউর মন্দিরে এসে শেষ হয়। র‌্যালিতে দুমকি উপজেলার বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। এছাড়া অনুষ্ঠান সূচীর মধ্যে রাত ১০.০১ মিনিটে স্নান যাত্রা ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে শেষ হবার কথা রয়েছে। একই ভাবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ক্যাম্পাসের শ্রী শ্রী দূর্গ মন্দিরে অনুরূপ অনুষ্ঠানাদির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। বিশ^ বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে পবিপ্রবির সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীরা অংশ নেন।

নেছারাবাদ (পিরোজপুর)ঃ

নেছারাবাদে জস্মাষ্টমী উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগষ্ট (শুক্রবার) উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জগৎপট্টিস্থ রাধাগবিন্দ সেবাশ্রমে গিয়ে শেষ হয়। পূজা পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে সাহাবাড়ি রাধা গবিন্দ সেবাশ্রমে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সহকারি কমিশনার(ভুমি) তাপস পাল, পৌর মেয়র গোলাম কবির, ওসি আবির মোহাম্মদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি সাখাওয়াত হোসেন প্রমুখ।

এমআর

বাংলাদেশ সময়: ২৩:২৯:১৯ ● ১৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ