বামনায় জাতীয় শোক দিবস পালন

প্রথম পাতা » বরগুনা » বামনায় জাতীয় শোক দিবস পালন
বৃহস্পতিবার ● ১৮ আগস্ট ২০২২


বামনায় জাতীয় শোক দিবস পালন

বামনা ( বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল  বৃহস্পতিবার রামনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রয়াত সাংসদ গোলাম সবুর টুলু এমপির সহ ধর্মিনী সুলতানা নাদিরা এমপি, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার।
উপজেলা আওয়ামীলীগের  সভাপতি এ্যাডভোকেট হারুন অর রশিদ এর সভাপতিত্বে  শোক সভায়  বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগ  যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, নজরুল ইসলাম জমাদ্দার,  সাংগঠনিক সম্পাদক চৌধুরী কামরুজ্জামান সগীর, জাহাঙ্গীর হোসেন মোল্লা, রামনা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সত্ত্বার হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক যুগ্মসাধারন সম্পাদক আসাদুজ্জামান নাদিম, বামনা উপজেলা যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সারওয়ার, ছাত্রলীগ সভাপতি মোর্শেদ শাহরিয়া গোলদার প্রমুখ।
আলোচনা সভা শেষে কয়েক  হাজার নেতাকর্মীদের মাঝে গনভোজ বিতরণ করা হয়।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৪:১৬ ● ২১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ