গলাচিপায় প্রধানমন্ত্রীর দশ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী কর্মশালা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় প্রধানমন্ত্রীর দশ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী কর্মশালা
শুক্রবার ● ২৪ জুন ২০২২


গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

গলাচিপায় শুক্রবার প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, পৌর মেয়র আহসানুল হক তুহিন। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ন কবির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
এছাড়াও কর্মশালায় গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মেজবাহ উদ্দিন, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লীসঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত কল্পে বিষদ আলোকপাত করেন।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩১:১৮ ● ৩০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ