আমতলীতে চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার-১

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতার-১
শনিবার ● ১১ জুন ২০২২


---

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি হওয়া মালামাল এবং চুরির মুল হোতা সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে পরিবার পরিকল্পনা অফিসের একটি কক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১১ জুন) তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম‌্যাজিস্ট্রেট আদালতের মাধ‌্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানাগেছে আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় গত বৃহস্পতিবার রাতে চুরি হয়। চোর চক্র অফিসের প্রধান ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে তারা অফিসের তিনটি কম্পিউটার একটি ল‌্যাপটপ একটি গ‌্যাস সিলিন্ডার ও আলমিরাতে থাকা এক লক্ষ উনিশ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার পরিবার পরিকল্পনা সহকারী জিথি বাদী হয়ে সাগর ও মুছার নামে আমতলী থানায় মামলা করেন। পুলিশ ওইদিন রাতে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণীর কর্মচারী আবাসিক ভবনে অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করে। পরে তার কক্ষ থেকে পাঁচটি মনিটর, চারটি সিপিইউ, একটি ট্যাব, একটি সিলিন্ডার ও তেইশ হাজার নয়’শ পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়। শনিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম‌্যাজিস্টেট আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।

আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন সাগরকে আদালতে পাঠানো হয়েছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৭:৪৭ ● ২০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ