নেছারাবাদে সমাজসেবা অধিদপ্তরের ভাতা বিষয়ক সেমিনার

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে সমাজসেবা অধিদপ্তরের ভাতা বিষয়ক সেমিনার
বুধবার ● ১ জুন ২০২২


নেছারাবাদে সমাজসেবা অধিদপ্তরের ভাতা বিষয়ক সেমিনার

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে সমাজসেবা অধিদপ্তরাধীন বিভিন্ন ভাতা কর্মসূচি (জিটুপি) পদ্ধতি সকল বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি ও সুফলভোগীদের করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুন) সকালে উপজেলা সমাজেসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার তপন বিশ^াস এর সঞ্চানালয়ে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আল আমিন. মো. হুমায়ুন কবির, মো. সাইদুর রহমান, মো. রুহুল আমিন অসীম, উপজেলা মৎস্য কর্মকর্তা ওবায়দুল হক, সোনালী ব্যাকের শাখা ব্যবস্থাপক মো. কুদ্দুস মিয়া, সাংবাদিক হযরত আলী হিরু, এনজিও প্রতিনিধি রবিন দাস প্রমুখ। সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগী সদস্যগন অংশ নেয়।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৭:৫৮ ● ৪১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ