পটুয়াখালীতে পালিত হল বিশ্ব তামাকমুক্ত দিবস

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে পালিত হল বিশ্ব তামাকমুক্ত দিবস
মঙ্গলবার ● ৩১ মে ২০২২


পটুয়াখালীতে পালিত হল বিশ্ব তামাকমুক্ত দিবস

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে পটুয়াখালীতে পালিত হয়েছে বিশ্ব তামকমুক্ত দিবস-২০২২। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৩১ মে) সকাল ১০টায় পটুয়াখালী জেলা সার্কিট হাউজ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে বের হওয়া র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসনের দরবার হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এর জুনিয়ার কন্সালটেন্ট ডা. রেজাউল রহমানের সভাপত্বিতে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার মো. মাইনুল হাসান।

র‌্যালী ও আলোচনা সভায় স্কুল,কলেজ ও মাদরাসার শিক্ষার্থসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৬:৩০ ● ১১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ