গোপালগঞ্জে পানির ট্যাংকের নির্মাণ কাজের উদ্বোধন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গোপালগঞ্জে পানির ট্যাংকের নির্মাণ কাজের উদ্বোধন
বৃহস্পতিবার ● ২৬ মে ২০২২


গোপালগঞ্জে পানির ট্যাংকের নির্মাণ কাজের উদ্বোধন

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়নে সুপেয় পানির ট্যাংক নির্মান কাজের  শুভ উদ্বোধন  করা হয়েছে।  সাধারণ জনগণের মধ্যে সুপেয় পানি পৌঁছে দেওয়ার লক্ষ্যে পাইককান্দি, উরফি ও লতিফপুর ইউনিয়নে জনসাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের গোপালগঞ্জ শাখার উদ্যোগে এ পানির ট্যাংক নির্মান করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে লতিফপুর ইউনিয়নে ঘোষেরচর উত্তরপাড়ায় এ পানির ট্যাংকারের নির্মান কাজের শুভ উদ্ভোদন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান,  ভাইস চেয়ারম্যান নিতিশ রায়,  উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী  রতন কুমার সাহা, ঠিকাদার কামাল সিকদার, লতিফপুর ইউনিয়ন পরিষদের প্রতিনিধি তান্না শেখ, ইউপি সদস্য রাশেদ খানসহ ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিরা  উপস্থিত ছিলেন।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:১০:৩৭ ● ২৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ