আমতলী উপজেলার সেরা শিক্ষার্থী সিয়াম

প্রথম পাতা » বরগুনা » আমতলী উপজেলার সেরা শিক্ষার্থী সিয়াম
বৃহস্পতিবার ● ১৯ মে ২০২২


আমতলী উপজেলার সেরা শিক্ষার্থী সিয়াম

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী উপজেলার সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছে এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র মোঃ সাইফুল ইসলাম সিয়াম। বৃহস্পতিবার (১৯ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন মিলন তাকে সেরা শিক্ষার্থী ঘোষনা করেন।
জানাগেছে, আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম কাওসার মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম সিয়াম। শিশু বেলা থেকেই সিয়াম বেশ মেধার অধিকারী। ২০১৭ সালে আমতলী আঁচল ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুল থেকে পঞ্চম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। ওই বছর শের-ই বাংলা স্মৃতি ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন সিয়াম। ষষ্ট বিজ্ঞান অলিম্পিয়াড অংশ নিয়ে সফলতার স্বাক্ষর রেখে সিয়াম। প্রাণঘাতী করোনার কারনে অষ্টম শ্রেনীতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বর্তমানে সিয়াম এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের দশম শ্রেনীর ছাত্র। এ বছর আমতলী উপজেলা সেরা শিক্ষার্থী নির্বাচনের উদ্যোগ নেয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। ক্লাসে উপস্থিতি ও মেধা পরীক্ষায় অংশ গ্রহনসহ বিভিন্ন পদক্ষেপ সবাইকে হারিয়ে মোঃ সাইফুল ইসলাম সিয়াম উপজেলার সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়। বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন মিলন উপজেলা পরিষদ মিলনায়তনে সাইফুল ইসলাম সিয়ামকে উপজেলার সেরা শিক্ষার্থী ঘোষনা করেন। সিয়ামের গ্রামের বাড়ী উপজেলা আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামে। তার মাতা মোসাঃ শাহনাজ পারভীন শহীদ সোহরাওয়াদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সিয়ামের এমন সফলতার অবিভূত তার পরিবার ও এলাকাবাসী
মোঃ সাইফুল ইসলাম সিয়াম বলেন, চেষ্টা করলে সফলতা আসবেই। এখানেই আমার শেষ নয়, আমার যেতে হবে অনেক দুরে। আমি একজন চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবা করে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন মিলন বলেন, মোঃ সাইফুল ইসলাম সিয়াম উপজেলায় সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২৫:১৪ ● ৩৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ