কাউখালীতে ‘বীর নিবাস’প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ‘বীর নিবাস’প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়
শনিবার ● ২৩ এপ্রিল ২০২২


কাউখালীতে ‘বীর নিবাস’প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

পিরোজপুরের কাউখালীতে বীর নিবাস নির্মাণ উপলক্ষে বীর নিবাস প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা। মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে দ্বিতীয় পর্যায় উপজেলার ২৯ জন বীর মুক্তিযোদ্ধা পাবেন বীর নিবাস।

শনিবার(২৩এপ্রিল) সকালে কাউখালী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন কর্তৃক আযোজিত এ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো.মোস্তাফিজুর রহমান,সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদারসহ ২৯ জন বীর মুক্তিযোদ্ধা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম বলেন, মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে দ্বিতীয় পর্যয়ে কাউখালীথে ২৯জন বীর মুক্তিযোদ্ধাদের প্রতিটি ভবনের জন্য ১৪ লাখ ১০ হাজার৩৮১ টাকা বরাদ্ধ দিয়েছেন। প্রতিটি বীর নিবাসে থাকবে ২টি শয়নকক্ষ, ১টি ডাইনিং রুম, ১টি কিচেন এবং ২টি বাথরুম। ইতোমধ্যে যাচাই-বাছাই চূড়ান্ত শেষে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা .খালেদা খাতুন রেখা বলেন, মুজিববর্ষ উপলক্ষে কাউখালীতে দ্বিতীয় পর্যায়ে ২৯ জন বীর মুক্তিযোদ্ধারা পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে একতলা বিশিষ্ট এই নান্দনিক ঘর।এর আগে প্রথম পর্যায়ে ১২ জন বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস তৈরি হয়েছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস উপহার দেয়া হবে।

 

 

 

আরএইচআর/এমআর

 

বাংলাদেশ সময়: ২২:২৫:১৩ ● ৩৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ