তজুমদ্দিনে ভাঙ্গনে কবলে পড়ে তলিয়ে গেল ৮বছরের শিশু!

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনে ভাঙ্গনে কবলে পড়ে তলিয়ে গেল ৮বছরের শিশু!
বুধবার ● ২০ এপ্রিল ২০২২


তজুমদ্দিনে নদী ভাঙ্গনে কবলে পড়ে তলিয়ে গেল ৮ বছরের শিশু!

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

 

ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ও মলংচড়া বর্ডারে (চরজহিরউদ্দিন) মেঘনা নদীর তীর ভেঙ্গে মোঃ ফারুক মাঝি (৫৫) ও নাতনি সামিয়া(০৮) পানিতে পড়ে যায়। এ ঘটনায় দাদা ফারুক মাঝি প্রাণে বাঁচলেও নাতনী সামিয়ার শেষ রক্ষা হয়নি। চোঁখের সামনে নাতনী মেঘনার জলে তলিয়ে যায়। মঙ্গলবার সকাল আনুমানিক ১১টায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ সামিয়া তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চর জহিরউদ্দিন এলাকার আজগর আলী মাঝির মেয়ে।

 

ফারুক মাঝি জানান, সকালে নাতনীকে নিয়ে নদীতে মাছ ধরতে যাই, এক পর্যায়ে নাতনী চিৎকার করলো নানা মাটি পানিতে ডেবে যাচ্ছে, কিছু না বুজে উঠতেই নাতনী সহ আমি নদীতে পরে যাই। অনেক কষ্টে আহত অবস্থায় আমি উপরে উঠে দেখি নাতনী আমার চোঁখের সামনেই পানিতে তলিয়ে গেলো।

 

 

সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু জানায়, ঘটনাটি শুনার পর আমি তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও তজুমদ্দিন থানার ওসিকে অবগত করেছি। এছাড়াও স্থানীয় মেম্বারের মাধ্যমে এলাকায় মাইকিং করার ব্যবস্থা করেছি।

 

 


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫৪:৪৪ ● ৩২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ