পৈত্রিক সম্পত্তির বিরোধনাজিরপুরে ভাইয়ের হাতে দুদক কর্মচারীসহ আহত ৪

প্রথম পাতা » পিরোজপুর » পৈত্রিক সম্পত্তির বিরোধনাজিরপুরে ভাইয়ের হাতে দুদক কর্মচারীসহ আহত ৪
রবিবার ● ৩ এপ্রিল ২০২২


প্রতিকী মানচিত্র

আল-আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
নাজিরপুরে পৈত্রিক জমিতে কালাগাছ রোপনের জেরে ভাইয়ের হাতে দুদক কর্মচারী মো. রফিকুজ্জামান (৫৮) সহ ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে নাজিরপুর থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের হয়েছে।  অন্য আহতরা হলেন, ওই দুদক কর্মচারীর বাড়ির শ্রমিক মো. জাহিদ হোসেন (২৬) ও মো. ইসমাইল শেখ (৪৭) এবং তার বড় ভাই মো. কামরুজ্জামান (৬৫)। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামে। আহত দুদক কর্মচারী রফিকুজ্জামান খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রধান অফিস সহকারী। তিনি উপজেলার মাটিভাঙ্গা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। রফিকুজ্জামান সাগরকন্যাকে জানান, শনিবার সকাল ১১টার দিকে তার পৈত্রিক জমিতে  কলাগাছ লাগাচ্ছিলেন। এ সময়  তার বড় ভাই কামরুজ্জামান, ছোট ভাই আরিফুজ্জামান (তুহিন) ও মনিরুজ্জামান পূর্বপরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। এসময় সেখানে থাকা দুই শ্রমিককেও মারধর করেন। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটানায় উভয় পক্ষের কাছ থেকে পৃথক অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৯:৩৩:২৮ ● ৩৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ