বন্দুক দেখিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি…পরিকল্পনা মন্ত্রী

প্রথম পাতা » রাজনীতি » বন্দুক দেখিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি…পরিকল্পনা মন্ত্রী
বৃহস্পতিবার ● ৩১ মার্চ ২০২২


বন্দুক দেখিয়ে আওয়ামীলী ক্ষমতায় আসেনি-পরিকল্পনা মন্ত্রী

ওসমানীনগর (সিলেট) সাগরকন্যা প্রতিনিধি॥

বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, গত ১২ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে পরিবর্তন করেছেন। দেশের উন্নয়নে তিনি নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু কিছু ব্যক্তি রাজনীতির নামে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করতে চায়। তারা বন্দুক দেখিয়ে ক্ষমতায় আসতে চায়। আওয়ামীলীগ বন্দুকের দল নয়। বন্দুক দেখিয়ে আওয়ামীলীগ ক্ষমতায় আসে নি। এই দেশের জনগন আওয়ামীলীগকে ভালোবেসে ক্ষমাতায় এনেছে। যার ফলে দেশে উন্নয়নের পাশাপাশি দেশের জনগনেরও ভাগ্য পরিবর্তন হচ্ছে।
বুধবার সন্ধ্যায় ওসমানীনগর উপজেলার তাজপুরে রণধীর পাল উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, রণধীর পাল কল্যান ট্রাস্টের উদ্যোগে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এতে করে শিক্ষার উন্নয়নের পাশাপাশি শিক্ষার হার বৃদ্ধি পাবে। আমাদের উচিৎ বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের মতো বাংলার মানুষের কল্যানে এগিয়ে আসা। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন ভাটি এলাকার, হাওয়র এলাকার কষ্ট- দারিদ্র তিনি বুঝেন। তাই ভাটি এলাকার উন্নয়নেও প্রধানমন্ত্রী নিরলশ ভাবে কাজ করছেন। এসময় বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব ও নতুন ভবন নির্মানের আশ্বাস প্রদান করেন তিনি।রণধীর পাল কল্যান ট্রাস্টের চেয়ারম্যান ও বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি রবিন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, অতিরিক্তি পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা রায়হানা।
উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক চয়ন পালের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছো বক্তব্য রাখেন, তাজপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও রণধীর পাল কল্যান ট্রাস্টের ট্রাস্টি অরুনোদয় পাল ঝলক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি আব্দাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, থানার ওসি এস এম মাইন উদ্দিন, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান ভিপি মোছা, পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান ফয়ছল হোসেন সুমন, উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ,সেচ্ছাসেবকলীগ যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১১:৩১ ● ১৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ