গলাচিপায় মৎস্য চাষিদের প্রশিক্ষণ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় মৎস্য চাষিদের প্রশিক্ষণ
বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০২২


গলাচিপায় মৎস্য চাষিদের প্রশিক্ষণ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় মৎস্য চাষ প্রযুক্তি সেবা উপলক্ষে মৎস্য চাষিদের আরডি ও এফএফ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০ টায় উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে “নিরাপদ মাছে ভরবো দেশ মুজিববর্ষে বাংলাদেশ”-এ শ্লোগাণকে সামনে রেখে ঘন্টাব্যাপী মৎস্যজীবীদের মাঝে এ প্রশিক্ষণ দেয়া হয়।
উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার মো. জহিরুন্নবীর সভাপতিত্বে ২০২১-২০২২ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়ে ও ২য়সংশোধিত) এরআওতায় ১ম গ্রুপ এবং ১মধাপে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রকল্পের ডিপিডি মুহাম্মদ নাসির উদ্দিন প্রধান অতিথি থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী-পুরুষ উৎসাহী মৎস্য চাষিদের হাতে-কলমে (আরডিএফএফ অথবা ফলাফল প্রদর্শক বন্ধু চাষি বা সহযোগী চাষি) এর উপর বিভিন্ন প্রজাতির মাছ চাষের গুরুত্বপূর্ণ তথ্য ও প্রযুক্তির দিকনির্দেশনা দেন।
এ সময়ে বিভিন্ন ফিল্ড অ্যাসিট্যান্ড ও ক্ষেত্র সহকারী মো. আমরুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৬:৫১ ● ১৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ