পবিপ্রবি’তে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রথম পাতা » পটুয়াখালী » পবিপ্রবি’তে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
শনিবার ● ১৯ মার্চ ২০২২


পবিপ্রবি’তে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন হয়েছে। শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে শনিবার (১৯ মার্চ) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
পরে উদযাপন কমিটির সভাপতি নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালী এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন পবিপ্রবি ছাত্রলীগ এর নেতৃবৃন্দ অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও উদযাপন কমিটির সদস্য সচিব মো: আবু হানিফ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর মোহম্মদ আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর সন্তোষ কুমার বসু, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৩:৪৫ ● ১৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ