কাউখালীতে ৩ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ৩ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
শনিবার ● ১২ মার্চ ২০২২


কাউখালীতে ৩ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরসহ বিভিন্ন স্থানে বাজার তদারকি অভিযান পরিচালনার সময় বিভিন্ন অভিযোগে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১২মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায় এর নেতৃত্বে কাউখালী বন্দর ও বাশুরি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী খানার পুলিশের দল অংশ নেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, মেয়াদ উত্তীর্ন পন্য ও মূল্য তালিকা প্রদর্শন না করায়  মিজান বেকারীকে পাচঁ হাজার টাকা, কাউখালীর বন্দরের সোহাগ হোটেল এন্ড রেস্টুরেন্টকে বাসি খাবার পরিবেশন করায় দুই হাজার টাকা,মিথ্যা লেভেল ও অনুমোদিত পন্য তৈরি করায় বন্ধু ত্রিফলা চাটনী আচার প্রস্তুতকারী জাকির হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:২১:১৯ ● ১৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ