গৌরনদীতে বিভাগীয় কমিশনারের টিকা কেন্দ্র পরিদর্শন

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে বিভাগীয় কমিশনারের টিকা কেন্দ্র পরিদর্শন
শনিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২২


গৌরনদীতে বিভাগীয় কমিশনারের টিকা কেন্দ্র পরিদর্শন

গৌরনদী (বরিশাল)সাগরকন্যা প্রতিনিধি॥

সারা দেশে এক দিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসুচির অংশ হিসেবে বরিশালের গৌরনদী পৌর সভাসহ ৭টি ইউনিয়নে একটি মোবাইল টিমসহ ২৪টি টিকা কেন্দ্রে সকাল ৮থেকে বিকেল তিনটা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে উপজেলার বার্থী তারাঁ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে টিকা কার্যক্রমের উদ্ধোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আমিনুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা সহাকরী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী,বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার গৌরনদী মডেল থানা এস,আই মোঃ আব্দুল হকসহ অন্যান্যরা। পরে বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন। সকাল থেকে সবগুলো টিকা কেন্দ্রে মানুষের উপস্থিতি ছিল লক্ষনীয়।

বিকেএস/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৫:২৭ ● ২৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ