শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে-প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » পিরোজপুর » শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে-প্রাণিসম্পদ মন্ত্রী
শুক্রবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২২


শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে-প্রাণিসম্পদ মন্ত্রী

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদের বালিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন শেষে এক উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে শিক্ষা ব্যবস্থাসহ দেশের অগ্রগতিই প্রমান করে শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। মহামারি করোনাকালিন সময়ে দেশের রাস্তা ঘাট, অবকাঠামোগত চলমান কোন উন্নয়নই থেমে থাকেনি। তার সাহসি পদক্ষেপের কারনে পদ্মা সেতু নির্মিত হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বারবার দরকার। সুটিয়াকাঠী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন অসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এস এম ফুয়াদ, জেলা পরিষদ সদস্য মো. জাকারিয়া খান স্বপন ও প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামান প্রমুখ।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৫:৩২ ● ২৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ