গলাচিপায় পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র উদ্বোধন

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র উদ্বোধন
শনিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২২


গলাচিপায় পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র উদ্বোধন

গলাচিপা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

‘‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’’ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের জুলেখা বাজারে জোনাল অফিসের আওতায় গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকার সময় পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র উদ্বোধন ও ট্রান্সফরমার চুরি প্রতিরোধ কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ্, উপজেলা আ. লীগের সহসভাপতি মুজিবুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসাইন, সাংগঠনিক  সম্পাদক তপন বিশ্বাস, প্রচার প্রকাশনা সম্পাদক কাওসার আহম্মদে তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহামুদ হাসান ডিউক, সদস্য  ফিরোজ আহম্মেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল আজাদ, ত্রাণ সম্পাদক ফেরদৌস, সমাজসেবা কর্মকর্তা মোঃ অলিউল্লাহ্, চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিস প্রকৌশলী মোঃ মাঈনুদ্দিন আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বিএনপি-জামায়েত জোট সরকারের আমলে দেশে বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। আর শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে প্রতিটি মানুষের ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুৎ পৌছে দিয়েছে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫০:৪০ ● ২৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ