তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহারের গৃহনির্মাণের অগ্রগতি পরিদর্শন

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহারের গৃহনির্মাণের অগ্রগতি পরিদর্শন
শনিবার ● ২৯ জানুয়ারী ২০২২


তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহারের গৃহনির্মাণের অগ্রগতি পরিদর্শন

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিন উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিনামূল্যে জমি ও গৃহ প্রদান কার্যক্রম বাস্তবায়নের ৪র্থ পর্যায়ের গৃহ নির্মানের জন্য জমি ক্রয় এবং চলমান গৃহ নির্মান কাজের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন করেন  স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, রাজিব আহম্মেদ।
শনিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ, গুরিন্দা বাজার এবং চাঁচড়া ইউনিয়নের কাটাখালীতে প্রকল্প পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা প্রকৌশলী (অঃদাঃ) মোঃ বিল্লাল হোসেন, চাদঁপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী প্রমূখ।
তজুমদ্দিনে ৪র্থ পর্যায়ের  প্রায় ২শ পরিবারের জন্য জমি ক্রয় করা ও গৃহ নির্মাণ বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। এর আগে ১৬৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বসবাসের জন্য প্রধান মন্ত্রীর উপহার হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫২:৪৩ ● ২১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ