গলাচিপায় পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

প্রথম পাতা » কুয়াকাটা » গলাচিপায় পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন
শনিবার ● ২২ জানুয়ারী ২০২২


গলাচিপায় পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছ। এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করে উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ। সাবেক উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি স্বর্গীয় মনিন্দ্র পালের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে সভার শুভ সুচনা করা হয়। সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশনে কমিটির সদস্য ও উপস্থিত নেতৃবৃন্দের প্রত্যাক্ষ সমার্থানে গোপাল চন্দ্র সাহা সভাপতি ও সুমিত কুমার দত্ত মলয়কে সাধারণ সম্পাদক পদে গলাচিপা উপজেলা শাখার পূজা উদযাপন পরিষদ দায়িত্ব গ্রহণের প্রস্তাব করা হয়।
উক্ত প্রস্তাব সকল সদস্যদের মতামতের ভিত্তিতে গৃহীত হয়েছে। শুক্রবার ২১ জানুয়ারি বিকেল চারটায় গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গনে উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতী বাবু শৈলেন চন্দ্র সরকার এর সভাপতিত্বে ও উপজেলা পূজা উৎযাপন পরিষদের সম্পাদক তাপস কুমার দত্ত এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাবু স্বপন ব্যানার্জী, আহ্বায়ক পূজা উৎযাপন পরিষদ, পটুয়াখালী জেলা শাখা।বিশেষ অতিথি ছিলেন এ্যাড. সঞ্জয় খাসকেল, সদস্য সচিব, পূজা উৎযাপন পরিষদ,পটুয়াখালী জেলা শাখা, এ্যাড সুব্রত শীল, সদস্য পটুয়াখালী জেলা শাখা। গলাচিপা পৌরসভায় বারবার নির্বাচিত কাউন্সিল সুশীল চন্দ্র বিশ্বাস ও সমির কৃষ্ণ পাল। কালীবাড়ির সভাপতি দিলিপ চন্দ্র বর্নিক,উপজেলার হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ,ছাত্র-যুব ঐক্য পরিষদ ও ইউনিয়ান ভিত্তিক মন্দির কমিটির সভাপতি-সম্পাদকসহ প্রায় দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বীগন উপস্থিত ছিলেণ।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩২:০৫ ● ৩৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ