অবশেষে নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ

প্রথম পাতা » বিশ্ব » অবশেষে নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ
রবিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৯


---

সাগরকন্যা আন্তর্জাতিক ডেস্ক॥
স্থগিত করার এক সপ্তাহ পর নাইজেরিয়ার জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয় এবং দুপুর ২টায় ভোট গ্রহণ শেষ হয় বলে জানিয়েছে বিবিসি। প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ৭৮ বছর বয়সী প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ৭২ বছর বয়সী আতিকু আবুবকর বুহারির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন। তবে তাদের মধ্যে যিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তাকে বিদ্যুত ঘাটতি, দুর্নীতি, নিরাপত্তা হুমকি ও অর্থনৈতিক মন্দার মোকাবিলা করতে হবে। ভোট গ্রহণ শুরু হওয়ার পর দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য কাটসিনায় নিজ শহর দাউরার একটি কেন্দ্রে ভোট দেন বুহারি। হারলে প্রতিপক্ষকে শুভেচ্ছা জানাবেন কি না, এমন প্রশ্নে বুহারি বলেছেন, “আমি আমাকেই শুভেচ্ছা জানাবো।” এই নির্বাচনের ভোট ১৬ ফেব্রুয়ারি গ্রহণ করার কথা ছিল। কিন্তু ভোট শুরুর মাত্র পাঁচ ঘন্টা আগে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে এক সপ্তাহের জন্য ভোট স্থগিত করে দেশটির স্বাধীন জাতীয় নির্বাচন কমিশন (আইএনইসি)। ভোট স্থগিতের জন্য নাশকতা, খারাপ আবহাওয়া ও ব্যালট পেপার বিতরণে সমস্যাকে কারণ দেখিয়েছিল আইএনইসি। কিন্তু এখন সব পরিস্থিতি অনুকূলে আছে এবং এ সময়টিই ভোট গ্রহণের জন্য উপযুক্ত বলে জানিয়েছে তারা। প্রেসিডেন্ট নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ৭৩ জন। কিন্তু নির্বাচনী প্রচারণায় মূল দুই রাজনৈতিক দলের প্রভাবই দৃশ্যমান হয়েছে। নির্বাচনে জয়ী হলে দেশকে ‘পরবর্তী ধাপে’ নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বুহারির দল অল প্রোগ্রেসিভ কংগ্রেস (এপিসি)। প্রথম চার বছর মেয়াদে বুহারি অনেক ‘ভিত্তিগত কাজ’ করেছেন যেগুলো তাৎক্ষণিকভাবে দৃশ্যমান নয় বলে দাবি করেছে দলটি।  অপরদিকে আবুবকর ও তার পিপলস ডেমোক্রেটিক পার্টি ‘নাইজেরিয়াকে ফের সচল’ করার প্রতিশ্রুতি দিয়ে বলেছে, বুহারি গত চারটি বছর নষ্ট করেছেন। উভয় প্রার্থীই দেশটির মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তরাঞ্চলের লোক। তাদের দুজনেরই বয়স সত্তরের ঘরে হলেও দেশটির অধিকাংশ ভোটারের বয়স ৩৫ বছরের নিচে।

বাংলাদেশ সময়: ১৬:২০:২২ ● ৪৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ