রাজাপুরে মানবাধিকার কর্মী পরিচয়ে চাঁদা দাবির মামলায় ৩ যুবক শ্রীঘরে

প্রথম পাতা » পিরোজপুর » রাজাপুরে মানবাধিকার কর্মী পরিচয়ে চাঁদা দাবির মামলায় ৩ যুবক শ্রীঘরে
রবিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৯


---

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥
ঝালকাঠির রাজাপুরে মানবাধিকারকর্মী ও সাংবাদিক পরিচয়ে চাঁদার দাবির মামলায় গ্রেফতারকৃত ৩ যুবককে আদালতের মাধ্যমে রোববার দুপুরে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এরা হলেন স্বরূপকাঠির জলাবাড়ী এলাকার নীধির ঘোষের ছেলে নির্মল ঘোষ কাজল, হিজলার মৃত দলিল উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন ও বরিশালের টিয়াখালী এলাকার গৌরঙ্গ হালদারের ছেলে রিপন হালদার।
জানা যায়, শনিবার দুপুরে উপজেলা সদরের বাজার এলাকার অনুপ বেকারীতে এ তিন ব্যক্তি নিজেদের সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে প্রবেশ করে বিএসটিআই’র কাগজপত্র ও বেকারির কারখানা দেখতে চান। কাগজপত্র দেখার পর কারখানা পরিদর্শনে গিয়ে বিভিন্ন অব্যবস্থাপনার কথা বলে বেকারির মালিক অনুপ মজুমদারের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে বেকারির বিরুদ্ধে রিপোর্ট করার হুমকি দেন। তাদের কথাবার্তায় সন্দেহ হলে বেকারির মালিক স্থানীয় সংবাদকর্মীদের বিষয়টি অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করেন। বেকারি মালিক অনুপ মজুমদার বলেন, এই তিনজন বেকারির কাগজপত্র দেখার পর কারখানা দেখতে চাইলে তাদের কারখানায় নিয়ে যাই। পরে তারা নানা অজুহাতে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন বলেন, ‘জিজ্ঞাসাবাদে এ ৩ ব্যক্তি একজন পেশায় ইলেট্রিশিয়ান, একজন ছাত্র ও অপরজন নিজেকে বেকার বলে দাবি করেছেন। এ ঘটনায় বেকারী মালিক অনুপ মজুমদার বাদী হয়ে গভীর রাতে মামলা (নং-১৯, তারিখ-২৩-০২-১৯ইং) দায়ের করেছেন। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হলে আদালতের আদালতের বিচারক সেলিম রেজা তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৪১ ● ৫১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ