বামনায় স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু

প্রথম পাতা » বরগুনা » বামনায় স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু
মঙ্গলবার ● ৪ জানুয়ারী ২০২২


বামনায় স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু

বামনা(বরগুনা)সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা উপজেলায় ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকাদান মঙ্গলবার (৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উপজেলা পরিষদ হল রুমে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম উদ্ভোধন করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু, উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান, বামনা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আবুল হোসেন শরীফ, সদর ইউপি চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান, বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সবুজ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রিয়াজুল ইসলাম, মাধ্যমিক কমকর্তা মোঃ ওমর ফারুক ভুইয়া। পরে প্রায় ৭শতাদিক শিক্ষার্থীদের ফাইজারের প্রথমডোজ টিকা প্রদান করা হয়।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৪:৩৯ ● ২৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ