ছাতকে মুক্তিযোদ্ধা ও পৌরভবন পরিদর্শনে এমপি মানিক

প্রথম পাতা » সর্বশেষ » ছাতকে মুক্তিযোদ্ধা ও পৌরভবন পরিদর্শনে এমপি মানিক
বৃহস্পতিবার ● ২৩ ডিসেম্বর ২০২১


ছাতকে মুক্তিযোদ্ধা ও পৌরভবন পরিদর্শনে এমপি মানিক

ছাতক (সিলেট) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের ছাতকে নবনির্মিত মুক্তিযোদ্ধা ভবন পরিদর্শন করেছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বুধবার মুক্তিযোদ্ধা সংসদ ভবন পরিদর্শন করেন তিনি। পরে ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরীর আমন্ত্রণে পৌর ভবনে যান তিনি।
পৌরসভা কার্যালয়ে ও মুক্তিযোদ্ধা সংসদ ভবনে পৃথক অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ৫, ছাতক- দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরীর সভাপতিত্বে পৌরসভার কনফারেন্স হলে এবং মুক্তিযোদ্ধা ভবনে সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পৃথক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রহমান, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ইমরুল হক চৌধুরী লিটন, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ জসীম উদ্দিন সুমেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা হাজী কবির মিয়া, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, কাজী আনোয়ার মিয়া আনু, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, নিতাই রায়, কালিদাস পোদ্দার, সাব্বির আহমদ,আবুল মোনায়েম, ইশতিয়াক তানভীর, আফতাব উদ্দিন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বাবুল রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহিদুল ইসলাম, যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানি, খায়রুল হুদা, শিবলু আহমেদসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪০:২৬ ● ২৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ