ওসমানীনগরের ৮ইউপিতে ভোট ৩১জানুয়ারি

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ওসমানীনগরের ৮ইউপিতে ভোট ৩১জানুয়ারি
শনিবার ● ১৮ ডিসেম্বর ২০২১


ওসমানীনগরের ৮ইউপিতে ভোট ৩১জানুয়ারি

ওসমানীনগর (সিলেট) সাগরকন্যা প্রতিনিধি॥

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের ওসমানীনগরের ৮টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী বছরের ৩১ জানুয়ারি ভোট গ্রহনের তারিখ ঘোষনা করেন ইসি। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন রাখা হয়েছে ৩ জানুয়ারি। আর বাছাই ৬ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি। সবগুলো ইউপিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শনিবার (১৮ ডিসেম্বর) ষষ্ঠ ধাপে ২১৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে সিলেটের ওসমানীননগরের ৮ টি  ইউনিয়ন পরিষদের তালিকাও রয়েছে।
তালিকা অনুসারে জানা গেছে, ওসমানীনগর উপজেলার উমরপুর, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গা বাজার, গোয়ালাবাজার, দয়ামীর, ও উসমানপুর ইউনিয়ন পরিষদেসহ ২১৯টি ইউনিয়ন পরিষদে এক যোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

জেএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩১:৪৮ ● ৪৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ