আল্লাহকে পেতে হলে দীনের খেদমত করতে হবে-পীর সাহেব ছারছীনা

প্রথম পাতা » পিরোজপুর » আল্লাহকে পেতে হলে দীনের খেদমত করতে হবে-পীর সাহেব ছারছীনা
বুধবার ● ১ ডিসেম্বর ২০২১


আল্লাহকে পেতে হলে দীনের খেদমত করতে হবে-পীর সাহেব ছারছীনা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

ছারছিনা দরবার শরীফের পীর সাহেব কেবলা আলহাজ্ব শাহ মোঃ মোহেবুল্লাহ বলেছেন, আল্লাহকে পাওয়ার জন্য দীনের খেদমত করতে হবে। ছারছীনা দরবারের চিলছিলার তরীকা আল্লাহকে পাওয়ার শিক্ষা দেয়। দুনিয়ার ভোগ বিলাসের জন্য নয়। খাঁটি মুসলমান হতে হলে সুদ, ঘুষ, সন্ত্রাস, অন্যায়, বেবিচার থেকে দুরে থাকতে হবে। একজন খাঁটি মুসলমানকে কুরআন ও সুন্নাহর নির্দেশ মেনে চলতে হবে। সমাজে ফ্যাতনা, ফ্যাসাদ বেড়ে গেছে এ থেকে মুক্তির একমাত্র পথ ঈমানকে মজবুত করা। মমিন মুসলমানরা এক হয়ে কাজ করলে দেশে অবশ্যই ইসলামী হুকুমত কায়েম হবে। মুসলমানের মূল শর্ত হচ্ছে ইসলামী আদলে নিজেকে গঠনকরা। নিজের পরিবার সহ পারিপার্শিক সমাজ ব্যবস্থায় ইসলামের স্তম্ভগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে। পীরের দরবারে আসলে ভ্রাতৃত্বর বন্ধন মজবুত হয়।
হযরত পীর সাহেব কেবলা বুধবার (১ ডিসেম্বর) জোহর নামাজ বাদ দরবারের তিনদিন ব্যাপী ১৩১তম ইসালে সওয়াব মাহফিলের আখেরী মোনজাতের পূর্বে বয়ানে এ কথা বলেন। তিনি মুরিদদের উদ্দেশ্য করে বলেন, পীরের দরবারে আসবেন আর সে দরবারের নীতি আদর্শ মেনে চলবেন এবং ইসলামের সকল হুকুম আহকাম মেনে চলার আহ্বান জানান।  দেশ ও গোটা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি জন্য আল্লøাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। প্রায় আধাঘণ্টা ব্যাপী লাখ লাখ মুসল্লির ক্রন্দন রোল আর আমিন আমিন ধ্বনিতে গোটা মাহফিল ময়দান এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। এর পূর্বে বক্তৃতা করেন পিরোজপুরের পুলিশ সুপার মো. সাইদুর রহমান, পীর সাহেবের বড় ছেলে জমিয়তে হিজবুল্লাহর, নায়েবে আমীর আবু নসর নেছার উদ্দিন হোসাইন, পীর সাহেবের সাহেবের বড় জামাতা মাওলানা নুরুর রহমান বেগ, মাহফিলে উপস্থি ছিলেন নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মো. মোশারেফ হোসেন, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, গৌরনদী পৌরসভার মেয়র মো. হারিসুর রহমান, ওসি আবীর মোহাম্মদ হোসেন, সকাল থেকে ওয়াজ করেন মাওলানা সিরাজুম মুনীর, মাওলানা রুহুল আমীন আফসারী, মাওলানা আজম অহিদুল আলম প্রমুখ।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৫৪ ● ৮৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ