‘ওপারে দিগন্ত’ নিয়ে তমালিকা

প্রথম পাতা » বিনোদন » ‘ওপারে দিগন্ত’ নিয়ে তমালিকা
শনিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৯


---

সাগরকন্যা বিনোদন ডেস্ক॥
ছয় মাস পর গেল ২৪শে জানুয়ারি দেশে ফেরেন অভিনেত্রী তমালিকা কর্মকার। গত বছরের ২১শে জুলাই আমেরিকার উদ্দেশে দেশ ছাড়েন তিনি। সেখানে স্থায়ী হওয়ার উদ্দেশ্যেই তিনি বাংলাদেশ ছাড়েন বলে গুঞ্জন ওঠে। তবে দেশে ফেরার পরেই নির্মাতা চয়নিকা চৌধুরী তাকে নিয়ে নাটক নির্মাণের ইচ্ছে প্রকাশ করেন। তারই ধারাবাহিকতায় আসছে নারী দিবসের একটি নাটক নির্মাণ করলেন তিনি। নাম ‘ওপারে দিগন্ত’। রচনায় ইফফাত আরেফিন তন্বী। তমালিকা ছাড়াও এই নাটকে আরো অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, অর্ষা ও আজম খান।
নির্মাতা বলেন, নারী দিবসের এই নাটকে তমালিকাকে দর্শকরা অন্য ভাবে দেখবেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৫৭ ● ৫৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ