পটুয়াখালীর ১৯টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহন কাল

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীর ১৯টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহন কাল
বুধবার ● ১০ নভেম্বর ২০২১


পটুয়াখালীর ১৯টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহন কাল

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥


কাল বৃহস্পতিবার (১১নভেম্বর) অনুষ্ঠিত হবে পটুয়াখালীর ৪টি উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। সকাল ৮ টা থেকে বিরতীহিনভাবে ভোট গ্রহন চলবে বিকাল ৪ টা পর্যন্ত। এরমধ্যে ১৬টি ইউনিয়নে ব্যালটে এবং ৩টি ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। বুধবার (১০ নভেম্বর) দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্র পাঠানো হচ্ছে ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ নির্বাচনি আনুসঙ্গীক সরঞ্জাম।

নির্বাচনে ১৭৬ ওয়ার্ডের ১৭৬ টি কেন্দ্রে ৫৭ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে ১০ জন করে পুলিশ সদস্য ও ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনী মাঠে বিজিবি, পুলিশের মোবাইল টিম ও র‌্যাবের মোবইল টিম মোতায়েন করা হয়েছে। নির্বাচনে ৩ লাখ ১৮ হাজার ৯ শ‘ ৮৩ জন ভোটারের বিপরীতে ৮০জন চেয়ারম্যান প্রার্থী, ৬৫৩জন ইউপি সদস্য প্রার্থী ও ১৯৯জন নারী প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন গ্রহনের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার আবি শাহানুর খান।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৭:৫৬ ● ৪৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ