পিরোজপুরে যুবলীগনেতার ওপর গুলিবর্ষণকারীদের শাস্তির দাবি

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে যুবলীগনেতার ওপর গুলিবর্ষণকারীদের শাস্তির দাবি
মঙ্গলবার ● ৯ নভেম্বর ২০২১


পিরোজপুরে যুবলীগনেতার ওপর গুলিবর্ষণকারীদের শাস্তির দাবি

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় সাবেক ভিপি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ফয়সাল মাহাবুব শুভসহ নেতাকর্মীদের উপর গুলি বর্ষণ ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর জেলা যুবলীগ।
মঙ্গলবার (৯ নভেম্বর)দুপুর ১২ টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মুল বক্তব্য উপস্থাপন করেন জেলা যুুবলীগের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম সিকদার মন্টু। এ ঘটনার পরও উক্ত এলাকায় মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও সাধারন ভোটারদের ভয়ভীতি দিচ্ছে বলে জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: বাদশা হাওলাদার ও রেজাউল করিম সিকদার মন্টুর যৌথ  স্বাক্ষরিত লিখিত বক্তব্যে দাবী করা হয়। তারা অনতিবিলম্বে মামলার সকল আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। এসময় জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আক্তারুজ্জামান মানিক, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য রোববার শংকরপাশা ইউনিয়নে মল্লিকবাড়ি নামক স্থানে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের ও স্বতন্ত্র আনারস  প্রতীকের  প্রার্থী ও জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বর এর লোকজনের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। এ সময় নাসির উদ্দিন মাতুব্বর এর লোকজন গুলি চালালে পৌর যুবলীগের সাধারন সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ব হয়। এ ঘটনায় আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৪:৪০ ● ৮৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ