আমতলীতে মাছের পোনা অবমুক্ত

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে মাছের পোনা অবমুক্ত
বৃহস্পতিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২১


আমতলীতে মাছের পোনা অবমুক্ত

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে দেশীয় প্রজাতির দুই’শ ৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ইউএনও মোঃ কাওসার হোসেন উপজেলা ভুমি অফিসের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করেন।
জানাগেছে, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ৯ টি জলাশয়ে দুই’শ ৩৩ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করনের উদ্যোগ নেয় আমতলী উপজেলা মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার ইউএনও মোঃ কাওসার হোসেন উপজেলা ভুমি অফিসের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী ও ক্ষেত্র সহকারী জগদীশ চন্দ্র বসু প্রমুখ।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৪:৪৫ ● ৬৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ