টুঙ্গিপাড়ায় পোড়ানো হলো লক্ষাধিক টাকার কারেন্ট জাল

প্রথম পাতা » ঢাকা » টুঙ্গিপাড়ায় পোড়ানো হলো লক্ষাধিক টাকার কারেন্ট জাল
রবিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২১


টুঙ্গিপাড়ায় পোড়ানো হলো লক্ষাধিক টাকার কারেন্ট জাল

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৮০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদের মাঠে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।
এসময় টুঙ্গিপাড়া ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম, জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় জানান, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে ও দেশীয় মাছ রক্ষার্থে অভিযান চালানো হয়। শনিবার বিকেলে বর্নি ও কুশলী ইউনিয়নের নদী ও খালে পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে প্রকাশ্যে আগুন লাগিয়ে ওই জাল গুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। দেশীয় মাছ রক্ষার্থে আগামীতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৪:০৫ ● ২৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ