পটুয়াখালীর সরকারী জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীর সরকারী জলাশয়ে পোনা মাছ অবমুক্ত
বুধবার ● ২২ সেপ্টেম্বর ২০২১


পটুয়াখালীর সরকারী জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীতে সরকারী বিভিন্ন জলাশয়ে  ১১৮কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রাজস্ব বাজেটের আওতায় এসব পোনা অবমুক্ত করেছে মৎস্য অধিদপ্তর। বুধবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় এসব পোনা মাছ অবমুক্তকরন কর্মসূচীর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের উপসচিব আবদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোল্লাা এমদাদুল্যাহ্, সদরে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহ্ফুজুর রহমান, উপজেলা ভুমি কর্মকর্তা শাহিন মাহমুদ প্রমুখ।
জেলা মৎস্য অফিস জানায়, ক্রমবর্ধমান মাছের চাহিদা পুরনসহ জলাশয়গুলির যথাযথ ব্যবহারের জন্য রাজস্ব আয় থেকে পটুয়াখালীর বিভিন্ন সরকারী জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পরিচর্যার মাধ্যমে এসব মাছ বড় হলে স্থানীয়রাই ভোগ করবেন।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৫:৪০ ● ৬৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ