কাউখালীতে পাচঁ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে পাচঁ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
সোমবার ● ২০ সেপ্টেম্বর ২০২১


কাউখালীতে পাচঁ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে পাচঁটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব এ অভিযান পরিচালনা করেন। এসময় কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ বরিশালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়া জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও বিক্রিয়ের প্রস্তাব করায় হুমাউন ফার্মেসীকে আট হাজার টাকা, কম পরিমাপে পেট্রল সরবরাহ করায় এইচ.এম কর্পোরেশনকে দুই হাজার পাচঁশত টাকা,খান ট্রেডার্সকে দুই হাজার পাচঁ শত টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য তৈরি ও সংরক্ষন করার অপরাধে আল কায়েদ মিনি চাইনিজ রেস্টেুরেন্টকে পাচঁ হাজার টাকা এবং আল-মদিনা হোটেলকে এক হাজার টাকা জরিমান করা হয়।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৭:২২ ● ২৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ