কাউখালীতে ৩৩৩ ফোন দেয়া ৭০পরিবারে খাদ্য বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ৩৩৩ ফোন দেয়া ৭০পরিবারে খাদ্য বিতরণ
মঙ্গলবার ● ১৪ সেপ্টেম্বর ২০২১


কাউখালীতে ৩৩৩ ফোন দেয়া ৭০পরিবারে খাদ্য বিতরণ

কাউখালী(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে  অসচ্ছল ও কর্মহীন ৭০ পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। তারা ৩৩৩ নম্বরে একটি কলেই পেয়েছে এসব খাদ্য সহায়তা। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে ৭০টি পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা ।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম  ও উপ-সহকারী প্রকৌশলী আসাদ সাকির উপস্থিত ছিলেন।  খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি, এক লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি ডাল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেয়া ৩৩৩ নম্বরে মাত্র একটি কলেই মিলেছে ত্রাণ সামগ্রী।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা বলেন, আগেও আমরা কর্মহীন মানুষকে সহযোগিতা করেছি। ৩৩৩ নম্বরে ফোন করলে বিষয়টিতে আমরা গুরুত্ব দেই।  যাচাই-বাছাই করে প্রকৃত অসহায়দের খাদ্য সহায়তা করা হয়। এটি একটি চলমান প্রক্রিয়া।


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৪:২৮ ● ২২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ