কলাপাড়ায় কিশোর কিশোরীদের ক্লাবের সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় কিশোর কিশোরীদের ক্লাবের সভা অনুষ্ঠিত
মঙ্গলবার ● ২৪ আগস্ট ২০২১


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
মাধ্যমিক পর্যায়ের কিশোর কিশোরী শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর কলাপাড়ায় কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্বাস্থ্য বিধি মেনে  দিনব্যাপী উপজেলার লালুয়া ইউপির জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মাঠ পর্যায়ে কিশোর কিশোরীদের পুষ্টি চাহিদা, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ পুষ্টি কার্যক্রম (ফিড দি ফিউচার) মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউ,এস,এইড) এ কার্যক্রমের আয়োজন করে।
বেলা এগারোটায় লালুয়া বানাতীবাজারের কলাউপাড়ায় অভিভাবক মোঃ বশির হাওলাদারের বাড়িতে প্রথম পর্বের কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় ধাপের অনুষ্ঠান বালিয়াতলীর বলিপাড়ায় অভিভাবক মোঃ কিশোর হাওলাদারের বাড়িতে দুপুরে অনুষ্ঠিত হয়। প্রতিটি ধাপে ১৫ জন কিশোর কিশোরী এবং ৫ জন অভিভাবক অংশ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ফিড দি ফিউচার প্রকল্পের উপজেলা ভারপ্রাপ্ত ম্যানেজার মিল্টন মন্ডল, লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষিবিদ মোঃ আহসান হাবিব, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে নিরাপদ খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কিশোর কিশোরী ক্লাবের কমিটি গঠন করা হয়। এতে কিশোর কিশোরী ৩০ জন, দলনেতা ০২ জন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয়ে কমিটির সদস্য ১২ জন করা হয়।
লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষিবিদ আহসান হাবিব জানান, শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য এবং পুষ্টি, সঠিক নিয়মে হাত ধোয়া, নিরাপদ পায়খানা ব্যাবহার, বাল্যবিবাহের উপকারিতা এবং প্রতিরোধের উপায় এবং স্বাস্থ্য বিধির বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রোগ্রামটি শিক্ষার্থীদের জীবন গঠনে সুফল বয়ে আনবে বলে তিনি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০:৫৩:২৫ ● ৩৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ