ছাতকে তাপস চৌধুরীর মুক্তির দাবি দুর্গোৎসব কমিটির

প্রথম পাতা » সর্বশেষ » ছাতকে তাপস চৌধুরীর মুক্তির দাবি দুর্গোৎসব কমিটির
রবিবার ● ১৫ আগস্ট ২০২১


ছাতকে তাপস চৌধুরীর মুক্তি দাবী দুর্গোৎসব কমিটির

ছাতক (সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের ছাতকে ঐতিহ্যবাহী কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা, পৌরসভার প্রতিষ্ঠালগ্ন থেকে ৭নং ওয়ার্ডের টানা ৫ বারের বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবী করেছেন, ছাতকের বিভিন্ন শারদীয় উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ। পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গোৎসবের আগেই, বর্তমান সময়ের জনপ্রিয় এ নেতা পৌর কাউন্সিলর তাপস চৌধুরীর মুক্তির দাবী জানান। কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অরুন দাস, সাংগঠনিক সম্পাদক বিজয় রায়, অর্থ সম্পাদক ননী গোপাল চৌধুরী, তাতীকোনা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি নুপুর দাস, সাধারণ সম্পাদক টিটু দাস, অঞ্জন দাস, মন্ডলীভোগ ত্রি-নয়নী দূর্গোৎসব কমিটির সভাপতি সত্যেন্দ্র দাস, সাধারণ সম্পাদক অধির মালাকার, কালীবাড়ি কমিটির অন্যতম সদস্য পীযুষ দাস, তাতিকোনা কমিটির সহ-সাধারণ সম্পাদক শ্যামল দাস, রাহুল চৌধুরী, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, উপজেলা যুব হিন্দু পরিষদের আহবায়ক অধির মালাকার, সদস্য সচিব রুনু ঘোষসহ নেতৃবৃন্দ পৃথক বিবিৃতিতে বলেছেন, সম্প্রতি এখানে ঘটে যাওয়া বালু উত্তোলণকারী শ্রমিকদের নৌ-পুলিশের উপর হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হোক। তাদের মতে, ঘটনার সময় তাপস চৌধুরী সিলেটে নিজ বাসায় অবস্থান করছিলেন। তার জনপ্রিয়তাকে হেয় করতে ষড়যন্ত্রমূলকভাবে নৌ-পুলিশের মামলায় তাকে জড়ানো হয়েছে। তাপস চৌধুরীসহ এ মামলায় জড়ানো নিরপরাধ সকলের মুক্তি ও অব্যাহতির দাবী জানান নেতৃবৃন্দ।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৭:১০ ● ২৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ