গৌরনদীতে পিকনিকের আয়োজন করায় জরিমানা

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে পিকনিকের আয়োজন করায় জরিমানা
সোমবার ● ২৬ জুলাই ২০২১


গৌরনদীতে পিকনিকের আয়োজন করায় জরিমানা

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে উচ্চস্বরে (উচ্চশব্দে) মাইক বাজিয়ে লোকসমাগম করে পিকনিকের আয়োজন করায় পিকনিকস্থলে অভিযান চালিয়ে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার রাতে পৌরসভার কাছেমাবাদ এলাকার লালপুল নামকস্থানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ^াস অভিযান চালিয়ে এ জরিমানা করেন। অপরদিকে একইদিন সন্ধ্যায় সরকার নির্ধারিত সময়ের পর লোকসমাগম করে ব্যবসা পরিচালনা করায় উপজেলার বিভিন্ন এলাকার ছয় ব্যবসায়ীকে তিন হাজার সাতশ’ টাকা জরিমানা করেন  ওই ভ্রাম্যমান আদালত।

বিকেএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩০:৩১ ● ৩৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ