গলাচিপায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত-২০

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত-২০
মঙ্গলবার ● ২২ জুন ২০২১


গলাচিপায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত-২০

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। সোমবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-বেসরকারিভাবে সদ্য নির্বাচিত মেম্বার বিবেকানন্দ দেবনাথ (৪০), রাছেল গাজী (২৬), হোসেন গাজী (৫৫), সিরাজুল হাওলাদার (২০), মিঠু হাওলাদার (২৫), মোশারফ গাজী (৩৯), অঙ্কন পাল (২৭), বিশ্বজিত দেবনাথ (২৮), মিরাজ গাজী (২৩), জাকির গাজী (৪৫), সাইদুল গাজী (৩৮), বেল্লাল গাজী (৪০), রহমান চৌকিদার (৪৩), রবিউল মোল্লা (৬০), নকুল দেবনাথ (৩০), সবুজ দুয়ারী (৩০) ও মিলন মৃধাসহ (৪৭) আরও তিনজন। আহতদের মধ্যে গুরুতর আহত আটজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত বিবেকানন্দ দেবনাথ জানান, প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণার পরপরই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিলন মৃধাসহ তার সমর্থকরা আমাদের ওপর হামলা করে।
এ ব্যাপারে মিলন মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিবেকানন্দের সমর্থকরাই আমাদের ওপর হামলা করেছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:২৯ ● ৮৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ