কাউখালীতে ঘর পাচ্ছে আড়াই ’শ গৃহহীন পরিবার

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ঘর পাচ্ছে আড়াই ’শ গৃহহীন পরিবার
শনিবার ● ১৯ জুন ২০২১


কাউখালীতে ঘর পাচ্ছে আড়াই ’শ গৃহহীন পরিবার

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

মুজিব শতবর্ষে উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে পিরোজপুরের কাউখালী উপজেলায় ২৫০টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে আগামী ২০জুন জমিসহ ঘর দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৯ জুন) বিকেলে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা  উপজেলা পরিষদ সভা কক্ষে প্রেস বিফিং এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ২য় পর্যায়ে সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি পরবারকে জমিসহ গৃহ প্রদানের উদ্বোধন করবেন। কাউখালী উপজেলায় গৃহনির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। প্রত্যেক পরিবারের জন্য দুইশতক জমিসহ নির্মিত ঘর রোববারে উপকারভোগীদের মধ্যে হস্তান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে চলতি বছরের ২৩ জানুয়ারি সারাদেশে ৬৯ হাজার ৯০৪ ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ ঘর দেন প্রধানমন্ত্রী। যার মধ্যে কাউখালী উপজেলায় ১১০টি পরিবার ঘর পান।
সংবাদ সম্মেলনে উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, সহকারী কমিশনার(ভুমি)জান্নাত আরা তিথি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪১:৪০ ● ৯৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ