কলাপাড়ায় আরও ১১০ গৃহহীন পরিবার পাচ্ছেন সেমিপাকা ঘর

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় আরও ১১০ গৃহহীন পরিবার পাচ্ছেন সেমিপাকা ঘর
শনিবার ● ১৯ জুন ২০২১


প্রতীকী ছবি

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
মুজিববর্ষ উপলক্ষ্যে কলাপাড়ায় দ্বিতীয় পর্যায়ে ১১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার সেমি পাকা ঘর পাচ্ছেন। এসব পরিবারকে জমি ও গৃহ প্রদানের পাশাপাশি জমির খতিয়ান ও সনদ প্রদান করা হবে। সুবিধাভোগী পরিবারের মধ্যে বিনামূল্যে গভীর নলকূপ এবং বিদ্যুত সংযোগ প্রদানের কাজ চলছে। এসব ঘর বরাদ্দ প্রধানমন্ত্রী আগামিকাল রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এক প্রেসব্রিফিংএ এসব তথ্য নিশ্চিত করেন। ভিডিও কানফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর গুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া প্রথম পর্যায়ে কলাপাড়ায় গৃহহীন ও ভূমিহীন ৪৫০টি পরিবারকে ঘর ও ভূমি প্রদান করা হয়েছে।
এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ১৬:০০:৫৮ ● ৯৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ