বাবুগঞ্জে লাঙ্গল কর্মীদের ওপর হামলা, হ্যান্ড মাইক ভাংচুর

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে লাঙ্গল কর্মীদের ওপর হামলা, হ্যান্ড মাইক ভাংচুর
শুক্রবার ● ১৮ জুন ২০২১


বাবুগঞ্জে লাঙ্গল কর্মীদের ওপর হামলা, হ্যান্ড মাইক ভাংচুর

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের জাপা মনোনীত(লাঙ্গল) প্রতীকের প্রার্থী সিদ্দিকুর রহমান এর কর্মীদের উপর দুই দফায় হামলা চালিয়েছে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী জয়নাল আবেদীনের কর্মীরা। এঘটনায় এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকুর রহমান।
অভিযোগ সূত্রে জানাগেছে, শুক্রবার সকাল ১১টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হিজলারপোল এলাকায় জয়নাল আবেদীন হাওলাদার এর উপস্থিতি লাঙ্গল প্রতীকের কর্মীর হাত থেকে হ্যান্ড মাইক চিনিয়ে নিয়ে ভাংগচুর করে পানিতে ফেলে দেয়। এসময় জাতীয় পার্টির মনোনীত ফুটবল প্রতীকের প্রার্থী বশির সিকদারের  কর্মী সাওনকে ভিডিও ধারনের অভিযোগে মারধর ও মোবাইল ছিনিয়ে নিয়ে যাই একই ওয়ার্ডের আওয়ামীলীগ মনোনীত মেম্বার প্রার্থী জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা।
এদিকে বিকাল ৫টার দিকে ৭নং ওয়ার্ডের জাপা সভাপতি মিজান তালুকদারের মাথা ফাটিয়ে দিয়েছে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীরা। এসময় নৌকা প্রতীকের প্রার্থী জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন।
এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন এয়ারপোর্ট থানা পুলিশ।
জাপা মনোনীত প্রার্থী সিদ্দিকুর রহমান বলেন, আমার জনপ্রিয়তা ও নির্বাচনী ফিল্ড ভালো দেখে নৌকার প্রার্থী জয়নাল আবেদিনের মাথা খারাপ হয়ে গেছে। সে এখন প্রতিটি এলাকায় আমার প্রচারনায় বাধা প্রদান করছে। আমার কর্মীদের মারধরসহ এলাকা ছাড়ার হুমকি ধামকি দিচ্ছে।
এয়ারপোর্ট থানার ওসি কমলেস চন্দ্র জানায়, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।
তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫২:৩৭ ● ১১৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ