কাউখালীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান
বৃহস্পতিবার ● ১৭ জুন ২০২১


কাউখালীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের  কাউখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ জুন । নির্বাচন ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিনুর রশীদ মিল্টনকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে জয়কুল বাজারে  নৌকা মার্কার পথসভায় ওই আহ্বান জানানো হয়। পথসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট এ,কেএম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার,সুনীল কুন্ডু, প্রবীণ আওয়ামী লীগ নেতা এ বি এম শাহজাহান, শাহ মোহাম্মদ কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল প্রমূখ।
বক্তারা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কাউখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমিনুর রশীদ মিল্টনকেকে মনোনয়ন দিয়েছেন। তার প্রতীক নৌকা। ২১জুন নৌকা মার্কায় ভোট দিয়ে মিলটনকে চেয়ারম্যান নির্বাচিত করলে প্রধানমন্ত্রী খুশি হবেন। এতে এই কাউখালী ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

আর তাকে বাদ দিয়ে অন্য কাউকে চেয়ারম্যান নির্বাচিত করলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। উন্নয়নের স্বার্থেই নৌকা মার্কায় ভোট দিতে হবে।’
আমিনুর রশীদ মিল্টন  বলেন, ‘জনগণ আমার সঙ্গে আছেন। ২১জুন আমি চেয়ারম্যান হিসেবে পাস করবো ইনশাআল্লাহ্‌। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে অসমাপ্ত কাজগুলো দ্রুত সম্পন্ন সহ মাদক, সন্ত্রাস ও দুর্নীতি নির্মূল করা।’


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৯:১৬ ● ৯৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ