নদী ভাঙনে গৃহহীনদের বর্তমান সরকার পুনর্বাসন করছে-প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » পিরোজপুর » নদী ভাঙনে গৃহহীনদের বর্তমান সরকার পুনর্বাসন করছে-প্রাণিসম্পদ মন্ত্রী
শনিবার ● ১২ জুন ২০২১


নদী ভাঙনে গৃহহীনদের বর্তমান সরকার পুনর্বাসন করছে-প্রাণিসম্পদ মন্ত্রী

নেছারারবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার এ দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। নদী ভাঙনের শিকার হয়ে যারা গৃহহারা হয়েছেন বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে সে সব পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার ভুমিহীন ও দরিদ্র পরিবারকে ঘর উপহার দিচ্ছেন।
শনিবার (১২ জুন) দুপুরে স্বরূপকাঠির ইন্দুরহাট সংলগ্ন সন্ধ্যা নদীর ভাঙন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলানো কাজের উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।  মন্ত্রী  আরও বলেন, বৈশ্বিক মহামারি করোনার মধ্যেও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার লাখ লাখ দরিদ্র মানুষকে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে। নদী ভাঙনের কারনে মানুষ জমি জমা হারাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সজাগ দৃষ্টি রয়েছে বলেই নদী ভাঙন মোকাবেলায় প্রতি বছর শত শত কোটি টাকা ব্যয় করছেন।
পানি উন্নয়ন বোর্ডের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মাহবুবে মাওলা মো.মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, পাউবির বরিশালের তত্তাবধায়ক প্রকৌশলী মো. শফি উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ প্রমুখ। এর পূর্বে সকালে মন্ত্রী শ.ম রেজাউল করিম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সভায় মন্ত্রী শিক্ষিত বেকার যুবকদের চাকুরীর পিছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার পরামর্শদেন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
একই দিন মন্ত্রী বিকেলে মন্ত্রী নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও জেলেদের মাঝে বিকল্প উপকরন হিসেবে গবাদী পশু বিতরণ করেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫০:০৬ ● ৯৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ