কুয়াকাটায় মৎস্য সম্পদ রক্ষায় মতবিনিময় সভা

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় মৎস্য সম্পদ রক্ষায় মতবিনিময় সভা
শনিবার ● ১২ জুন ২০২১


কুয়াকাটায় মৎস্য সম্পদ রক্ষায় মতবিনিময় সভা

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

সাগরের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় পটুয়াখালীর মৎস্য বন্দর আলীপুরে জেলেদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুন) সকালে উপজেলার মৎস্য বন্দর আলীপুরস্থ ফিশিং ট্রলার মাঝি সমবায় সমিতির নিজস্ব কার্যালয়ে এনহ্যান্সড্ কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ ইকোফিস-২ এ আলোচনা সভার আয়োজন করে। এতে শতাধিক জেলে, মাঝি ও ট্রলার মালিকরা অংশ গ্রহণ করেন। এ সভার সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ফিস ইকোফিস-২ এ সহকারি গবেষক সাগরিকা স্মৃতি। বক্তব্য রাখেন, লতাচপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা, কুয়াকাটা খানবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খান এ রাজ্জাক, কুয়াকাটা প্রেস ক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, কলাপাড়া উপজেলা ফিশিং ট্রলার মাঝি সমবায় সমিতি লি: এর সভাপতি মো. আঃ মন্নান মাঝি, সাধারণ সম্পাদক সিদ্দিক মাঝি, সাবেক সভাপতি মো. নূরু মাঝি, জেলে শহিদুল প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের দেশের ঘোষিত অবরোধের সুযোগ নিয়ে দেশের অরক্ষিত জলসীমায় ভারতের শত শত মাছধরা ট্রলার বিনা বাঁধায় ইলিশ ধরে নিয়ে যাচ্ছে। এজন্য দুই দেশের জেলেদের সাগরে মাছধরায় নিষেধাজ্ঞা একই সময় হওয়ার বিকল্প নেই।

এনইউবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৬:০২ ● ৪১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ