বামনায় বৃষ্টির সাথে বইছে দমকা হাওয়া

প্রথম পাতা » বরগুনা » বামনায় বৃষ্টির সাথে বইছে দমকা হাওয়া
মঙ্গলবার ● ২৫ মে ২০২১


বামনায় বৃষ্টির সাথে বইছে দমকা হাওয়া

বামনা (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনায় ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভার পড়তে শুরু করেছে। মঙ্গলবার (২৫ মে) বিকেল থেকে দমকা হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে। ছোট ছোট গাছ ও ঢালপালা  ভেঙ্গে পরছে। রামনা, চলাভাঙ্গা, সফিপুর, চেচান ওচালিতাবুনিয়ার ভেড়িবাধ হুমকির মুখে পড়েছে।।স্বাভাবিক জোয়ারের চাইতে দুই থেকে তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে। খাল, বিল ও ডোবায় বৃষ্টির পানি জমেছে। যার ফলে নিম্ন অন্চলের  ঘর বাড়ি জলাবদ্ধতায়  আটকে আছে। উপজেলা প্রশাসন,  স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ দূর্যোগ মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
। উপজেলা নির্বাহি অফিসার বিবেক সরকার জানান উপজেলার সকল আশ্রয় কেন্দ্রপ্রস্তুত রাখা হয়েছে।তীরবর্তি জনগনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে।এবং সকলকে আশ্রয় কেন্দে যাওয়ার জন্য  প্রচার প্রচারনা চালানো হচ্ছে।
উপজেলা চেয়ারম্যান মো সাইতুল ইসলাম লিটু জানান উপজেলা পরিষদ ও প্রসাশন থেকে শুকনো খাবার, পর্যাপ্ত আলো, বিশুদ্ধ পানি ও মাক্স প্রস্তুত রাখা হয়েছে।


এএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৪:১৬ ● ৪৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ