দুমকিতে অগ্নিকান্ডে বসত:ঘর পুড়ে ছাঁই

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে অগ্নিকান্ডে বসত:ঘর পুড়ে ছাঁই
শনিবার ● ২৪ এপ্রিল ২০২১


দুমকিতে অগ্নিকান্ডে বসত:ঘর পুড়ে ছাঁই

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে ভয়াবহ অগ্নিকান্ডে এক গৃহস্তের বসত:ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। শনিবার (২৪ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে উপজেলার লেবুখালী ফেরীঘাট সংলগ্ন জালাল ফরাজীর বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ৮টার দিকে জালাল ফরাজী তাঁর বসত:ঘর তালাবদ্ধ করে ফেরীঘাটের মসজিদে তারাবী নামাজ আদায় করতে যায়। তালাবদ্ধ ঘরের পেছন দিক থেকে আগুনের লেলিহান শিখা দেখে ফেরীঘাটের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এসময় বিকট শব্দে ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এসয় পটুয়াখালী ফায়ার সার্ভিসে ফোন করা হলে অন্তত: ৪৫মিনিট পড়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌছে। ততক্ষণে বসত:ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায়। তবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। ক্ষতিগ্রস্থ জালাল ফরাজি জানান, আগুনে তার ঘরে নগদ ৯২হাজার টাকাসহ মালামাল সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে এখন তিনি নি:স্ব হয়ে গেছেন।
খবর পেয়ে দুমকি উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ, দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনাস্থল পরির্দশণ করেছেন।


এমআর

বাংলাদেশ সময়: ২৩:২৮:৩১ ● ৩৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ