চরফ্যাশনে বিশ্ব পানি দিবস পালিত

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে বিশ্ব পানি দিবস পালিত
মঙ্গলবার ● ২৩ মার্চ ২০২১


চরফ্যাশনে বিশ্ব পানি দিবস পালিত

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার এফডি এর উদ্যোগে বিশ^ পানি দিবস-২০২১ পালিত হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তরা এই সময় বলেন, ১৯৯৩ সালের এই দিন থেকে সারা বিশ্বে জাতি সংঘের ১৯৯২ সালে সাধারণ পরিষদেও গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পানি দিবসটি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পিকেএসএফ এবং এফডিএ -এর যৌথ উদ্যোগে পরিচালিত এসইপি (ঝঁংঃধরহধনষব ঊহঃবৎঢ়ৎরংব চৎড়লবপঃ) প্রকল্পের গঠিত পরিবেশ ক্লাবের আয়োজনে বিশ্ব পানি দিবস-২০২১ উদযাপন হয়।
চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফডিএ-এর নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলারহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরাদ হোসেন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, এফডিএ এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, এসইপি পরিবেশ ক্লাবের সভাপতি-সেক্রেটারিসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, বিশ্ব পানি দিবস-২০২১ এর প্রতিপাদ্য বিষয় ছিলো ভ্যালুইং ওয়াটার বা পানির মূল্যায়ন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১২:৫০ ● ৪৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ