চরফ্যাশনে জেলে পল্লী যাতায়াতে ওভার ব্রীজ!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে জেলে পল্লী যাতায়াতে ওভার ব্রীজ!
রবিবার ● ১৪ মার্চ ২০২১


চরফ্যাশনে জেলে পল্লী যাতায়াতে ওভার ব্রীজ!

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥


চরফ্যাশন উপজেলার মাদ্রাজ-হামিদপুর নতুন স্লুইজ নামক স্থানে রয়েছে জেলেপল্লী। মেঘনা নদীর মৎস্য ঘাটে মাছ  ও মালামাল টানার স্থানেই ব্যক্তি মালিকানায় নির্মিত হয়েছে ওভারব্রীজ। যাতায়াতে বিঘœ সৃষ্টির আশংকায় স্থানীয়রা ওভারব্রীজটি ভেঙ্গে দেয়ার দাবী জানিয়েছেন।
রবিবার বেলা ১১টায় মেঘনার নতুন স্লইজ গেট গেলে স্থানিয় জেলেরা এসব অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, নতুন স্লুইজ গেটটি রয়েছে নদী থেকে জেলেদেও মাছ উঠা-নামার জায়গায়। ওই পথ প্রয়োজন প্রশস্তের। বরফ মিলের মালিক বাবুল মিয়া জেলে ও ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াতের পথে ছোট একটি ওভারব্রীজ স্থাপন করায় বিঘœ সৃষ্টি হচ্ছে। স্থানীয় নতুন স্লইজের কালু শেখ বলেন, আমরা মাছ ও ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল নিতে পারছিনা। ছোট একাটি ওভারব্রীজ দিয়েছে আমাদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা এই ওভারব্রীজ সরানোর দাবী জানাচ্ছি। এই ব্যপারে বরফ মিলের মালিক বাবুল মিয়া বলেন, আমার বরফ মিল থেকে বরফ নামার সময় অনেকে বরফের সাথে আঘাতে ব্যথা পায়। মটরসাইকেল যাতায়াতের জন্যে আমি ওভারব্রীজ স্থাপন করে দিয়েছি।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪১:৪৬ ● ৩৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ